স্টাফ রিপোর্টার ॥ “বঙ্গবন্ধুর স্বপ্নধরে, আনব হাসি সবার ঘরে” এই প্রতিপাদ্যে বানিয়াচংয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ এডভোকেট ময়েজ উদ্দিন শরিফ রুয়েল। রবিবার (১৭ মার্চ) সকাল ১০টা ৪৫মিনিটে বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও পল্লী সঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুজিত দেবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমীর হোসেন মাষ্টার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিপুল ভূষন রায়, সাধারন সম্পাদক আঙ্গুর মিয়া, সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া, গোলাম কিবরিয়া লিলু ও শাহজাহান মিয়া, বানিয়াচং উপজেলা প্রেসকাব সভাপতি এস এম খোকন, এলআর উ”চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জারি হোসেন, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রফিকুল হাসান চৌধুরী রিপন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক নুপুর দেব প্রমুখ। এছাড়া বানিয়াচং আইডিয়েল কলেজের অধ্যক্ষ মোঃ ফরিদ হোসেন, ইউএনও অফিসের উপ-প্রশাসনিক অফিসার সুব্রত দেব, প্রভাষক আমিরুল হকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এরপূর্বে উপজেলা পরিষদ মাঠে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে।