বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন, বর্ণাঢ্য র্যালী, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাং®কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষ্যে রোববার সকাল ১১টার দিকে র্যালী শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। উপজেলা যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ-এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজল, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মাস্টার মখলিছুর রহমান, শ্রমিক লীগ সভাপতি শামীনুর রহমান, আলমগীর কবির, শিার্থী নারিয়া আহসান রিজভী ও পূর্ণা ভদ্র শর্মী প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তোলে দেওয়া হয়।