শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দালালসহ গ্রেফতার ৩ মৃত্যুর ২ দিন পর চুনারুঘাটের জহুর আলীর লাশ হস্তান্তর শহরে ১০৯ বস্তা চিনিসহ এক পাচারকারী আটক শহরে ১০৯ বস্তা চিনিসহ এক পাচারকারী আটক আগামী মঙ্গলবার পইল ঐতিহ্যবাহি মাছের মেলা নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা শহরের যানজট নিরসনে গুরুত্ব দিয়ে কাজ করবে পৌরসভা নবীগঞ্জ-রুদ্রগ্রাম রাস্তা সংস্কারের দাবীতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন মাধবপুরে জাতীয় অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে টর্চ লাইট জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ৫০

নবীগঞ্জে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন ও শিশু দিবস পালন

  • আপডেট টাইম সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন উপলক্ষ্যে শোভাযাত্রা পরে আলোচনা সভা অনুষ্টিত হয়। ১৭ মার্চ রবিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপের সভাপতিত্বে এবং পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধাণ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন দেলোয়ার, ওসি মাসুক আলী, বীর মুক্তিযুদ্ধা জালাল উদ্দিন সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌতম রায়, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, উপজেলা মৎস কর্মকর্তা শেখ আসাদ উল্লাহ,কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়া। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুর্শেদুজ্জামান রশিদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, সাবেক সহ-সভাপতি ইউপি সদস্য শাহ সুলতান আহমদ, উপজেলা মহিলালীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক শেখ ছৈইফা রহমান কাকলী, ডিজিএম ফায়জুল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বাবুল দেব, সমাজসেবা অফিসার বিদ্যুত দাশ, ভারপ্রপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোশাহিদ মিয়া, পল্লী সঞ্চয় ব্যাংক অফিসার আমিনুর রহমান,পৌর আওয়ামী লীগ নেতা বাবুল দাশ, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলালসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কোরান তেলওয়াত করে মাওঃ মাহবুবুর রহমান, গীতা পাঠ করেন সুকেশ চক্রবর্ত্তী। বঙ্গবন্ধু জন্মদিন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পন করেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীনতা লাভ করতে পারতো না। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com