রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ও বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ব বিদ্যালয় কলেজের ভাইস- চ্যান্সেলর মুক্তিযোদ্ধা ডাঃ প্রাণ গোপালকে সম্বর্ধনা ও ক্রেষ্ট প্রদান করেছে হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট। এ উপলক্ষে শুক্রবার বিকেলে মুক্তিযোদ্ধা সংসদের হল রুমে আয়োজন করা হয় অনুষ্ঠান। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিন, মুক্তিযোদ্ধা আশরাফ বাবুল চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ ও মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমুখ।
সম্বর্ধিত ব্যক্তিত্ব প্রাণ গোপাল মুক্তিযুদ্ধের স্মৃতিচারন করে নি:স্বার্থ ভাবে জাতির জনকের দেশ গড়তে সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানান।