প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। গতকাল ১৬ মার্চ শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত হয়। এ সময় হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি এবং নবীগঞ্জ-বাহুবল আসনের বিগত সংসদ নির্বাচন ও জাতীয় পার্টির খোঁজ খবরসহ রাজনীতি বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।