নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে অভিযান চালিয়ে সুমন চৌধুরী (৪৫) নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেফতারকৃত সুমনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সুমন চৌধুরী (৪৫) উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়- শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলমসহ একদল পুলিশ দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামে অভিযান চালিয়ে অর্থঋণ জারী ২/২৩ মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি সুমন চৌধুরীকে গ্রেফতার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।