স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের টঙ্গিরঘাট গ্রামে তিন মহিলা আহত হয়েছে। এ সময় বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, একই গ্রামের তাইবুল্লা ও তার লোকজনের সাথে বিরোধ চলে আসছিল আহত ৩ জনের পরিবারের। বৃহস্পতিবার ইফতারের পর বিরোধ মিমাংসার জন্য শালিশ হবার কথা ছিল। কিন্তু হামলায় তারা আহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা হল, আকলিমা (২২), আফিফা খাতুন (২০) ও মরিয়ম (২২)।