রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা-বাগানে বস্তি থেকে গতকাল শুক্রবার ভোররাতে ৫ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানায়- উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা (মুড়াপাড়া) গ্রামের মৃত লাল মিয়ার ছেলে জাহির মিয়া (৩৫), ২০১২সালে একটি গাছ চুরির মামলায় ৫ বছরের সাজা প্রাপ্ত হয়ে পলাতক ছিল। শুক্রবার ভোর রাতে থানার এস আই মমিনুল ইসলাম নোয়াপাড়া চা বাগানের বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।