স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামে সংঘর্ষে হাজী রফিক মিয়ার মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার তার ছেলে বাদী হয়ে ৪৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে গত সোমবার ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।
গত ৬ মাস ওরসকে কেন্দ্র করে ওয়াহিদ মিয়া ও রফিক মিয়ার মাঝে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ২ জন মারা যায়। এরপর থেকেই ওই গ্রামটি পুরুষশূণ্য থাকায় প্রতিপক্ষের লোকজন বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়ে যাচ্ছে। একটির ঘটনায় মামলা হলেও অপরটির মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব।