স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রাম থেকে আসমা আক্তার (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩২ বোতল ভারতীয় মদ ও ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গতকাল বিকালে ডিবির এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে উল্লেখিত মাদক উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আলা উদ্দিন মিয়ার স্ত্রী।
তার বিরুদ্ধে ডিবি পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।