আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ “সঠিক তথ্যে ভোটার হবো ,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে মাধবপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
গতকাল শনিবার সকালে উপজেলা চত্বর থেকে এক শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা তৃণা রানী সরকারের সঞ্চালনায় ও সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, প্রেসক্লাবের সেক্রেটারি সাব্বির হাসান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভোট হলো অধিকার, নির্বাচনের দ্বারা ক্ষমতার পালাবদলের হাতিয়ার। ভোটার হওয়ার অধিকার একটি নাগরিক অধিকার, সর্বজনীন অধিকার।