মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পুকুরে ডুবে অর্ঘ দাশ নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত অর্ঘ নবীগঞ্জ সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামের অজিত চন্দ্র দাশের শিশু পুত্র। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাড়ির সকলে অগোচরে অর্ঘ খেলা করার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খুঁজাখোঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।