নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীকে পূর্ব লন্ডনে সংবর্ধনা দেয়া হয়েছে। নবীগঞ্জ উপজেলা ইউকে কর্তৃক স্থানীয় রিজেন্ট লেক মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি লিডার আতাউর রহমান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব আবু তাহির মোহাম্মদ জাবের, টাওয়ার হেমলেটস-এর কাউন্সিলর মোহাম্মদ মুফতি মিয়া। এনায়েত খান ও নার্গিস রাহাতের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাহমুদুল হক, আবুল কালাম আজাদ, ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, আবু ইউসুফ চৌধুরী, কবি কুতুব আফতাব, ফরহাদুল ইসলাম,হেলাল আহমেদ, শাহ ইমাম মেহদী, খোয়াজ আলী খান, নেহার মিয়া চৌধুরী, মোঃ আবু তাহের, পাকি ব্রিকল্যান সম্পাদক উজ্জ্বল দাশ, এমএ আজিজ, কামরুল হাসান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলার বাগাউড়া গ্রামের বাসিন্দা ও টাওয়ার হেমলেটস – এর কাউন্সিলর মোহাম্মদ মুফতি মিয়া বলেন, নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীকে সংবর্ধনা দিতে পারায় আমরা খুবই আনন্দিত। নবীগঞ্জের উন্নয়নে পৌর মেয়র আরো জোরালো ভূমিকা রাখবেন বলে কাউন্সিল মোহাম্মদ মুফতি মিয়া আশাবাদ ব্যক্ত করেন। তিনি টাওয়ার হেমলেটস- এর কাউন্সিল নির্বাচিত হওয়ায় সর্ব শক্তিমান আল্লাহ তায়ালার শোকরিয়া আদায় করেন এবং দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। সংবর্ধিত নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী তাকে সম্মান জানানোয় লন্ডনে বসবাসরত নবীগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যতদিন বেঁচে থাকবো নবীগঞ্জবাসীর কল্যাণে কাজ করে যাবো। তিনি বলেন, আমার যুক্তরাজ্যে সরকারী সফরে আসার কারণ এদেশের সিটি কাউন্সিলের কার্যক্রম দেখে সম্যক ধারণা নেয়া। যাতে আমার এলাকায় এ অভিজ্ঞতা কাজে লাগাতে পারি। তিনি বলেন, নবীগঞ্জ পৌর সভায় আমরা প্রবাসীদের জন্য ফার্স্টট্রেক সার্ভিস চালু করেছি। প্রবাসীদের যেকোন প্রয়োজনে নবীগঞ্জ পৌরসভার দ্বার সব সময় খোলা। মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানটি কার্যতঃ লন্ডনে বসবাসরত নবীগঞ্জবাসীর মিলন মেলায় পরিণত হয়।