স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিদ্যুতের ভেলকিবাজীতে শহরবাসীর নাভিশ^াস উঠেছে। আকাশে বিদ্যুত চমকালেই জমিনের বিদ্যুত চলে যায়। মধ্যরাতে সামান্য বৃষ্টি হলেই সকাল ৮-৯টা পর্যন্ত থাকে না বিদ্যুত। আবার সকালে বৃষ্টি হলে বিকাল পর্যন্ত থাকে না বিদ্যুত। এমন পরিস্থিতিতে কাজকর্মে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষ। বিদ্যুত অফিসে ফোন দিলে বলা হয় ফিউজ চলে গেছে, তার ছিড়ে পড়েছে, শাহজীবাজারে সমস্যাসহ মন উক্তি সকল অজুহাত। শাহজীবাজারে ফোন দিলে সেখান থেকে বলা হয় আমাদের এখানে কোনো সমস্যা নাই, সবকিছুই স্বাভাবিক, সমস্যা হবিগঞ্জে। এদিকে প্রতি শনিবার কাজের অযুহাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুত সরবরাহ তো বন্ধ রাখাই হয় তার ওপর সময় অসময় নেই যে কোনো নিয়ে যাওয়া হয় বিদ্যুত। শীত মৌসুমে বিদ্যুত সরবরাহ ব্যবস্থা অনেকটা স্বাভাবিক ছিল। কিন্তু ফাল্গুন মাসের শুরুতেই এবং গত দুই তিন ধরে আবহাওয়া পরিস্থিতি একটু খারাপ হওয়ার সাথে সাথেই পুরোনো অবস্থায় ফিরে গেছে হবিগঞ্জের বিদ্যুত ব্যবস্থা। গত দুই দিনে বিদ্যুত আসা যাওয়ার কারণে অনেকের ফ্রিজ, টিভি, লাইটসহ বিভিন্ন উপকরণ নষ্ট হয়ে গেছে। এ ছাড়া বিদ্যুত না থাকার কারণে এসএসসিসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাঘাত ঘটছে। রাতের বেলা পড়তে চাইলে বিদ্যুত না থাকায় তাদেরকে মোমবাতি জ¦ালিয়ে পড়ালেখা করতে হয়েছে। একই অবস্থা ছিল গতকাল শুক্রবার সারাদিনভর। সকালে বৃন্দাবন কলেজে এলএলবি পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা ছিলো। কিন্তু বিদ্যুত চলে যাওয়ায় অন্ধকারে পরীক্ষা দিতে হয় শিক্ষার্থীদের। এ ছাড়া শহরের বিভিন্ন এলাকায় গতকাল শুক্রবার জুম্মা নামাজের সময়ও বিদ্যুত না থাকায় গোসল, অযুসহ বিভিন্ন কাজ করতে পারেননি অনেকে। জুম্মার নামাজ পড়তেও ব্যাঘাত ঘটে। এদিকে আসন্ন রমজান মাসে বিদ্যুত পরিস্থিতি এমন না করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। তবে ভুক্তভোগীরা জানান, হবিগঞ্জ শহর ছাড়া কোথাও বিদ্যুতের এমন অবস্থা চলে না। এ জন্য তারা হবিগঞ্জ পিডিবির দায়িত্বশীলদের গাফিলতিকে দায়িত্ব করছেন।