মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

হবিগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকালে এমপি আবু জাহির ॥ একুশের অঙ্গীকার হোক সোনার বাংলা প্রতিষ্ঠা

  • আপডেট টাইম বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ টানা চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ; ওই রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি আর তার সিঁড়ি বেয়ে অর্জিত হয় স্বাধীনতা।
তিনি গতরাত ১২টা ১ মিনিটে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রতি শ্রদ্ধা নিবেদনের আগে সংক্ষিপ্ত বক্তৃতায় একথা বলেন। সংসদ সদস্য আরও বলেন, গৌরবময় স্মৃতি ও বিদীর্ণ শোকের রক্তঝরা দিন একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলার সুযোগ করে দিয়েছেন জানিয়ে এমপি আবু জাহির বলেন, কারও কাছে হাত পেতে নয়, একুশ আমাদের শিখিয়েছে মাথা নত না করতে। মাথা নত করে আমরা চলব না, মাথা উঁচু করে চলব।
এ সময় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির সকলকে সুশৃংখলভাবে শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধা নিবেদনের জন্য আহবান জানান। সেখানে জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা, পুলিশ সুপার আক্তার হোসেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমসহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজননৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রহরে হবিগঞ্জ শহীদ মিনার মুখরিত হয় মানুষের ভিড়ে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার দেয়াল আর পিচঢালা রাস্তাকে রঙ-তুলির আঁচড়ে আলপনায় সাজানো হয়।
শহীদ মিনার এবং তিন দিকের মাঠ আগে থেকেই পরিচ্ছন্ন করে রাখা ছিল। রঙিন আলপনায় আঙিনা ছেয়ে যায় চারদিক। নান্দনিক সাজসজ্জা দেখতে স্থানীয় লোকজন ভীড় করছেন। সাজ-সজ্জার দায়িত্ব পালন করছে ‘বিডি কিন’। তাতে যোগ দিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com