প্রেস বিজ্ঞপ্তি ॥ অর্থ পাচারের অনুসন্ধান ও শ্বেতপত্র প্রকাশ করা পাচারের টাকা উদ্ধার, খেলাপী ঋণ আদায়, দায়ীদের শাস্তি ও আর্থিক অব্যবস্থাপনা অনিয়ম দূর করার দাবীতে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে গতকাল ১৯ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৪টায় স্থানীয় খোয়াই ব্রীজ এলাকায় বামগণতান্ত্রিক জোট হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। বক্তব্য রাখেন- জেলা সিপিবি সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, বাসদ নেতা নূরুল হুদা চৌধুরী শিবলী, সিপিবি নেতা চৌধুরী মুহিবুন্নুর ইমরান, বাসদ (মার্কসবাদী) সংগঠক শফিকুল ইসলাম প্রমূখ। সভায় বক্তাগণ বলেন- নামে বেনামে ও ভূয়া প্রতিষ্ঠান দেখিয়ে দেশের আর্থিক প্রতিষ্ঠানকে দেউলিয়া করে ফেলেছে কিছু দুর্নীতিবাজ। তাদের নামে জাতির সামনে প্রকাশ করতে হবে, দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, পাচারকৃত টাকা ফেরত আনার উদ্যোগ গ্রহণ করতে হবে। দেশের সাধারণ মানুষের দুর্দশার জন্য তারাই দায়ী। তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে সরকার। তা না হলে বিগত ১৬ বছরে ১২ লক্ষ কোটি টাকা পাচার হয় কিভাবে। সরকারের ছত্রছায়ায় তারা আজ হাজার কোটি টাকার মালিক। সরকারের হাতে দেশের মানুষ অনিরাপদ। তাই এই আমি ডামির সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। এজন্য দরকার শ্রমজীবী মেহনতি মানুষের ঐক্যবদ্ধ সংগ্রাম। এই সংগ্রামে সকল শ্রেণী পেশার জনসাধারণকে অংশগ্রহণ করার আহবান জানানো হয়।