স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে এক শিশুকে বলাৎকারের অভিযোগে ফারুক মিয়া (২৪) কে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৮টায় স্থানীয় লোকজন তাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, গত শুক্রবার বিকালে কেউ বাড়ি না থাকার সুযোগে শিশুপুত্রকে ফারুকের রোমে নিয়ে বলাৎকার করে। রাতে সে কান্না করে তার মাকে বিষয়টি জানায়। শনিবার সকালে তার পিতা রাসেলকেও জানায়। রাসেল মিয়া স্থানীয় লোকজন নিয়ে ফারুককে আটক করে পুলিশকে খবর দিলে তাকে হেফাজতে নিয়ে আসে। এ ঘটনায় ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয়।