স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মহিলা গীতা সংঘের আয়োজনে বার্ষিক গীতা উৎসব ১৭ ফেব্রুয়ারী শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল, শ্রীমদ ভাগবত গীতা পাঠ, আলোচনা ও প্রসাদ বিতরন। এতে পাঠ ও আলোচনা করেন, নবীগঞ্জ তিমিরপুর ইসকন মন্দিরের অধ্যক্ষ ব্রজকৃষ্ণ দাস ব্রম্মচারী ও সন্ধ্যা রানী শীল।কীর্তন পরিবেশন করেন,কল্পনা সরকার মনা, অনুষ্টানমালায় উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,প্রাণকৃষ্ণ পাল,দীপক পাল,জীবন ভট্টাচার্য্য,সন্ধ্যা পাল,জ্যোস্না ভট্টাচার্য্য, মিরা রানী পাল,অনিমা পাল,লীলা রানী পাল,অর্পনা পাল,সুমি পাল,জয়মতি সরকার, লাকী পাল,মল্লিকা পাল,পাপ্পী পাল,পপি পাল,শিক্ষিকা শুভ্রা পাল,অনিন্দিতা পাল শর্মী,স্বর্না পালসহ সংঘের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া নবীগঞ্জ বাজারের গোবিন্দ জিউড় আখড়ায় মহিলা গীতা সংঘের আয়োজনে ১২ বছর পূর্তি উপলক্ষ্যে গীতা পারায়ন উৎসব পালন করা হয়েছে। বিজয়া পাল,লীলা সরকারসহ সংঘের অন্যান্য সদস্যবৃন্দের সার্বিক তত্বাবধানে অনুষ্টানে গীতা পাঠ ও আলোচনা করেন,রজত কান্তি গোস্বামী,প্রমথ সরকার,অজিত কুমার দাশ,সনজয় দাশ, প্রদীপ কুমার দাশ,গোপেশ দাশ।