স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কৃষ্ণনগর নোয়াগাঁও গ্রামে ফারজানা আক্তার নামে কলেজ ছাত্রী অপহরণের ১২ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি। ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও গ্রেফতার হয়নি কেউ। নিরুপায় হয়ে ওই ছাত্রীর পিতা-মাতা হবিগঞ্জ পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করলে তিনি বানিয়াচং থানা পুলিশকে আসামি গ্রেফতারের জন্য নির্দেশ দিয়েছেন।
গত ৭ ফেব্রুয়ারী রাত সাড়ে ১১টায় ওই গ্রামের শাহ আলম তার কন্যা কলেজ ছাত্রী ফারজানা অপহরণ হয়। তাকে উদ্ধারের জন্য পিতা শাহ আলম বাদি হয়ে বানিয়াচং থানায় নোয়াগাঁও গ্রামের সাবাজ মিয়ার পুত্র আলী রাজ, আলমগীর, আমীর উদ্দিনের পুত্র আলী আহম্মেদ, সালেহ আহমেদ, দুদু মিয়ার পুত্র সিরাজ আলী। ছাত্রীর পিতা জানান, গত ৭ ফেব্রুয়ারি গভীর রাতে বাড়ি থেকে তাকে অপহরণ করা হয়। তার সাথে আসামিদের দীর্ঘদিন যাবৎ জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে আসামিরা তার মেয়েকে অপহরণের ঘটনা ঘটায়। তিনি তার মেয়েকে উদ্ধারের দাবি জানিয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছে।