শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটি অনুমোদন চুনারুঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর ॥ ২ লাখ টাকা লুট শায়েস্তাগঞ্জে ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত নবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী নিহত হবিগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা আহমেদ আলী মুকিব ॥ ফ্যাসিস্ট শেখ হাসিনা সব ধ্বংস করে দিয়েছে নবীগঞ্জে কনকর্ড প্রগতী কনসোর্টিয়াম লিমিটেডের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ঢাকা গাউছিয়ায় ভুবেন মিলে দূর্ঘটনায় নবীগঞ্জের যুবক শেখ দিলাবর রহমান মৃত্যুর সাথে লড়াই করছে নবীগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন চুনারুঘাটের গাজীপুরের ডুলনা গ্রামে শীতবস্ত্র বিতরণ ও চক্ষু শিবির অনুষ্ঠিত ওয়েডিং ফটোগ্রাফার’স অব হবিগঞ্জের কমিটি গঠন

হবিগঞ্জে শুরু হয়েছে দুই দিন ব্যাপী পূবালী ক্রিকেট কার্নিভাল ২০২৪

  • আপডেট টাইম শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পুবালী ব্যাংক পিএলসি. ৬৫ বছর, সততা, উদ্ভাবন এবং উৎসর্গের সঙ্গে গ্রাহকদের চাহিদা পূরণ করে আসছে। আর্থিক উৎকর্ষের প্রতি ব্যাংক কর্মকর্তাদের অঙ্গীকারের বাইরেও নিজেদের সম্পৃক্ততা বৃদ্ধিতে এবং স্বাস্থ্যকর জীবনধারাকে অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে পূবালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস সিলেটের উদ্যোগে গতকাল ১৬ ফেব্রুয়ারী (শুক্রবার) হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে শুরু হয়েছে ২ দিন ব্যাপী পূবালী ক্রিকেট কার্নিভাল-২০২৪। শুধু ক্রিকেটের আনন্দই নয়, সেই সাথে বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ববোধ উদযাপন করতে হবিগঞ্জ জেলা আধুনিক স্টেডিয়ামে একত্রিত হয়েছিল বৃহত্তর সিলেট পূর্ব ও পশ্চিম অঞ্চল, মৌলভীবাজার অঞ্চল ও ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সকাল ৯ টায় বেলুন উড়িয়ে উক্ত ম্যচের শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস সিলেটের মহাব্যবস্থাপক আবু লাইছ মোঃ শামসুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি মৌলভীবাজারের অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ ফজলুল কবীর চৌধুরী, সিলেট পশ্চিম অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, কোষাধ্যক্ষ মোঃ হুমায়ূন কবির চৌধরী সাহেদ প্রমুখ।
অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণকারীরা এবং দর্শকরা সারাদিন ধরে অত্যন্ত আনন্দময় ও উত্তেজনাপূর্ণ এই ফ্রেন্ডলি ম্যাচ উপভোগ করেছেন। আজ শনিবার পূবালী ব্যাংক ক্রিকেট কার্নিভালের চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হবে।
গতকালের প্রথম ম্যাচে স্বাগতিক মৌলভীবাজার চ্যালেঞ্জার্স বনাম দুরন্ত ময়মনসিংহ খেলায় মৌলভীবাজার চ্যালেঞ্জার্স জয়ী হয়। দিনের অপর ম্যাচে পুবালী ইস্টার্ণ টাইগার্স বনাম পুবালী ওয়েস্টার্ণ ওয়ারিয়র্স ম্যাচে পুবালী ওয়েস্টার্ণ ওয়ারিয়র্স জয়ী হয়। আজ শনিবার ফাইনাল ম্যাচে মুখোমুখী হবে মৌলভীবাজার চ্যালেঞ্জার্স ও পুবালী ওয়েস্টার্ণ ওয়ারিয়র্স।
উল্লেখ্য, ২ দিন ব্যাপী পূবালী ক্রিকেট কার্নিভাল-২০২৪ এ মোট ৪টি দল অংশগ্রহণ করে সিলেট পূর্ব অঞ্চলের পুবালী ইস্টার্ণ টাইগার্স, সিলেট পশ্চিম অঞ্চলের পুবালী ওয়েস্টার্ণ ওয়ারিয়র্স, মৌলভীবাজার অঞ্চলের মৌলভীবাজার চ্যালেঞ্জার্স, ময়মনসিংহ অঞ্চলের দুরন্ত ময়মনসিংহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com