শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় যুবক আটক লাখাই উপজেলার কাঠিহারা মেলা থেকে সরঞ্জামসহ ৪ জুয়ারী আটক বানিয়াচঙ্গে বিএনপি নেতা আহমেদ আলী মুকিব ॥ পলাতক স্বৈরাচারের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ফল ভালো হবে না জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শতবর্ষ উদযাপন ২২ ফেব্রুয়ারী ॥ জেলা প্রশাসকের সাথে শতবর্ষ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জে গাঁজাসহ চুনারুঘাটের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালী জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটি অনুমোদন চুনারুঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর ॥ ২ লাখ টাকা লুট শায়েস্তাগঞ্জে ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

শহরের পুরাতন খোয়াই নদী পরিচ্ছন্ন করার কাজ শুরু ॥ অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সড়িয়ে ফেলার আহবান

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুরাতন খোয়াই নদীতে অবৈধ স্থাপনা অতি দ্রুত নিজ দায়িত্বে সড়িয়ে ফেলার আহবান জানিয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। বুধবার পৌরসভার পক্ষ হতে পুরাতন খোয়াই নদী পরিচ্ছন্ন করনের কাজ চলাকালীন তিনি এ আহবান জানান। মেয়র বলেন,‘অবৈধ স্থাপনা যখন প্রশাসনের পক্ষ হতে উচ্ছেদ করা হবে তখন কিন্তু দখলকারদের বেশী ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই নিজ দায়িত্বে স্থাপনা সড়িয়ে ফেলাই উত্তম।’ সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন,‘ এ পুরাতন খোয়াই দীর্ঘদিন ধরে দখল ও আবর্জনায় পরিপূর্ন হয়ে থাকায় শহরে জলাবদ্ধতা দেখা দেয়। অস্বাস্থ্যকর পরিবেশ ও মশার কারনে জনজীবনে ভোগান্তির সৃষ্টি হয়। আমরা এই নদীকে ময়লা-আবর্জনামুক্ত করতে ইতিমধ্যে ৬নং ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকদের নিয়ে পরামর্শ ও মতবিনিময় সভা করেছি। সকলের সমর্থন ও সহযোগিতায় আমরা মুসলিম কোর্য়াটার, নিউ মুসলিম কোয়ার্টার ও সিনেমা হল এলাকার পুরাতন খোয়াই নদীর অংশে পরিচ্ছন্নতা কাজ শুরু করেছি। এতে এলাকাবাসীর মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আমরা এই পরিচ্ছন্নতা কাজ পর্যায়ক্রমে নাতিরাবাদ পর্যন্ত চালিয়ে যেতে চাই।’ মেয়র বলেন,‘ ইতিমধ্যে পুরাতন খোয়াই নদী খনন, দখলমুক্তকরণ, পরিচ্ছন্ন ও নান্দনিক করতে প্রশাসনের সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস পেয়েছি।’ এদিকে পুরাতন খোয়াই নদী পরিস্কারে হবিগঞ্জ পৌরসভার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল। তিনি বলেন ‘২০১৯ সালে খোয়াই নদী দখলমুক্ত করার করার কাজ শুরু হয়েই বন্ধ হয়ে যায়। আমরা দীর্ঘদিন ধরে এই পুরাতন খোয়াই নদী অবৈধ দখলমুক্ত ও পরিচ্ছন্ন করার জন্য দাবী জানিয়ে বিভিন্ন কর্মসূচী পালন করেছি। আমরা প্রত্যাশা করি হবিগঞ্জ পৌরসভা যে উদ্যোগ নিয়েছে তা যেন পুরোপুরি বাস্তবায়ন করা হয়। পুরাতান খোয়াই নদীতে পরিচ্ছন্নতা কাজ চলাকালে ৬নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর টিপু আহমেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার হবিগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com