বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচংবাসীকে ভোটার তালিকাভূক্তির আহ্বান জানালেন চেয়ারম্যান মমিন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৬৪ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় পত্রের প্রাপ্তির স্বার্থে বানিয়াচংবাসীকে ছবিসহ হালনাগাদ ভোটার তালিকাভূক্তির আহ্বান জানিয়েছেন বানিয়াচং সদর ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। দেশ বিদেশে অবস্থানরত বানিয়াচংবাসীদের তথ্যপ্রযুক্তির ডিজিটাল ফোন, মোবাইল, ই-মেইল, ফেইসবুক ও স্কাইপিতে ইউ.পি কমপ্লেক্সে উপস্থিতিত হয়ে ছবি-তোলার আহবান জানাচ্ছেন তিনি। গত ১সেপ্টেম্বর থেকে বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়নে ছবি সহ ভোটার তালিকা হালনাগাদকরণের রেজিট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। তথ্য সংগ্রহকারীরা বাড়ি-বাড়ি যাচ্ছেন। এদিকে মহাগ্রাম বানিয়াচঙ্গের প্রাপ্ত বয়ষ্ক ও ভোটার হওয়ার যোগ্য দেশ বিদেশে অবস্থানকারীদেরকে ছবিসহ রেজিট্রেশনকালে উপস্থিতি নিশ্চিত করার লক্ষে চেয়ারম্যান মমিন ডিজিটাল পদ্ধতিতে ব্যাপক প্রচার শুরু করেছেন। দেশ বিদেশে অবস্থানকারীদের ফোন, মোবাইল ম্যাসেজে আইডিকার্ড পেতে আঙ্গুলের ছাপ ও ছবির জন্য স্বশরীরে এ মাসের ২৬ সেপ্টেম্বর থেকে ২৮শে সেপ্টেম্বর ৩ দিন বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউপি কমপ্লেক্সে উপস্থিতি নিশ্চিত করছেন। ১ সেপ্টেম্বর দিনব্যাপী তিনি রায়েরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বানিয়াচং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, হেদায়েত উল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ২ সেপ্টেম্বর ডা: ইলিয়াছ উচ্চ বিদ্যালয়, জনাব আলী ডিগ্রী কলেজ, সুফিয়া মতিন মহিলা কলেজ, এল. আর. সরকারী উচ্চ বিদ্যালয় এবং ৩ সেপ্টেম্বর যাত্রাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিএসডি মহিলা ফাজিল মাদ্রাসা ও গরীব হুসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাশে ক্লাশে ছাত্রছাত্রীদেরকে ডিজিটাল পদ্ধতিতে দেশ বিদেশে অবস্থানকারীদেরকে ভোটার আইডি কার্ড গ্রহনে জন্য সরাসরি যোগাযোগের আহবান জানান। যে কোন তথ্য জানতে তার (চেয়ারম্যান) মোবাইল ০১৭১৮২২৩১৬৮, ংশুঢ়ব পড়ফব: নধহরধ.পযড়হম, ঊ-সধরষ: সধসড়সরহ১৯৭১@মসধরষ.পড়স. পরিচিতি কার্ড দেশ বিদেশে অবস্থানকারীদের নিকট পৌছাতে ছাত্রছাত্রীদের কাছে হস্তান্তর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com