নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে আয়েশা সিদ্দীকা (রাঃ) মহিলা মাদ্রাসায় ১০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন উপজেলার পুরানগাঁও গ্রামের সৌদি প্রবাসী হাজী আজিজুর রহমান তালুকদার দুলা মিয়া। মাদ্রাসার মুহতামিম মাওঃ ক্বারী আবু সালেহ এর হাতে তিনি এ আর্থিক অনুদান তুলে দেন। এ সময় মাদ্রাসার সভাপতি আব্দুল হামিদ, এনামুল হক চৌধুরী ফজল মিয়া, মজিদ মিয়া, আমিনুল হক চৌধুরী, আঃ ওয়াহিদ, আশিক মিয়া, হারুন মিয়া, শহিদ মিয়া, মাদ্রাসার শিক্ষক মাওঃ আলী আকবর, মাষ্টার খলিলুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।