রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে উপদেষ্টা ফরুক ই আজম বীর প্রতীক ॥ সত্যিকারের মুক্তিযোদ্ধারা যাতে সম্মানিত হন সে চেষ্টা করা হবে শহরে যুবককে ছুরিকাঘাত শহরের মাহমুদাবাদে শিশুকে জিম্মি করে বাসায় ছিনতাই নগদ অর্থ সহায়তা বিতরণকালে জি কে গউছ ॥ প্রতিশোধ পরায়ণ না হয়ে আওয়ামীলীগ নেতাদের সাথে সুন্দর ব্যবহার করছি স্কটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশী এমপি ফয়সাল চৌধুরীকে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র (ইনক’র) উদ্যোগে গণসংবর্ধনা প্রদান ঈদে মিলাদুন্নবী নিয়ে ফেসবুকে কুটুক্তিকারী যুবকের নামে মামলা রোটারিয়ান মোহাম্মদ নোমান মিয়া’র ডক্টরেট ডিগ্রি অর্জন বাহুবল মিরপুর বাজারে ১৩ গ্রামের সংঘর্ষের ঘটনায় সালিশে নিষ্পত্তি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আটক ২ ॥ ইনাতগঞ্জে বৃদ্ধ নিহত পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে ফেসবুকে কুটুক্তি করায় যুবক আটক ॥ থানা ঘেরাও

পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসনে পৌরসভা সমূহের কর্মপরিকল্পনা পর্যালোচনা ও জন্ম-মৃত্যু নিবন্ধন গতিশীল করার লক্ষ্যে মতবিনিময়

  • আপডেট টাইম বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জকে ফাওয়ারস ভ্যালী-ফ্রটস ভ্যালী হিসেবে গড়ে তুলার প্রত্যয় নিয়ে জেলা প্রশাসন হবিগঞ্জের উদ্যোগে পৌর এলাকার পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসনে পৌরসভাসমূহের কর্মপরিকল্পনা পর্যালোচনা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীলকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসনক জিলুফা সুলতানার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সাদিকুর রহমানের পরিচালনায় এতে অংশ নেন জেলার ৬টি পৌরসভার সকল মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর, হবিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিডি কিনের সদস্যরা। এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াঙ্কা পাল, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক, শায়েস্তাগঞ্জ পৌর সভার মেয়র এফ আহমেদ অলি, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল, হবিগঞ্জ পৌর সভার প্রধান নির্বাহী জাবেদ ইকবাল চৌধুরী, বিডি কিনের সদস্য ও সিভিল সার্জনের প্রতিনিধি। সভা বক্তারা জেলার ৬টি পৌর এলাকার জলাবদ্ধতা দূরীকরণ, যানজট নিরসন ও জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম নিশ্চিত করার ল্েয বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন যানজট, জলাবদ্ধতা নিরসন ও ময়লা আর্বজনা দূরীকরণের সকল নাগরিকদের সচেতন করার উপর গুরুত্বারোপ করেন। নাগরিকরা একটু সচেতনতা অবলম্বন করে রাস্তায় বা ড্রেনে ময়লা না ফেললে অর্ধেক জলাবদ্ধতা কমে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জিলুফা সুলতানা সকলের সহযোগীতা নিয়ে হবিগঞ্জের প্রতিটি পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদপেক্ষ নেয়ার আশ্বাস দেন। একই সাথে জেলার প্রতিটি ইউনিয়নেও এই সেবাগুলো নিশ্চিত করার ঘোষণা দেন। তিনি বলেন, হবিগঞ্জ জেলা একদিন ফাওয়ারস ভ্যালী-ফ্রটসভ্যালীতে রূপান্তরিত হবে। সেইদিন আর বেশি দূরে নয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com