নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, বাউসা যুব সংঘের সভাপতি সাংবাদিক আলী হাছান লিটনের পিতা মরহুম হাজী আছাব আলীর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনা করে মরহুমের বাউসা গ্রামের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এড. শেখ শাহনুর আলম ছানু, বাউসা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী আলহাজ্ব মোঃ আব্দুল মোতালিব, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম, সালিশ বিচারক মোঃ হাজির মিয়া, বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি মনসুর চৌধুরী, বাউসা হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ আব্দুল লতিফ, বাউসা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও. শাহনুর আহমদ আজাদী, বাউসা জামে মসজিদের খতিব মাও. রুহুল আমীন, কারী আব্দুল হান্নান, মোঃ আব্দুস শহীদ, বাউসা যুব সংঘের সাংগঠনিক সম্পাদক মোঃ লিংকন, তাফসির তোহা’সহ গ্রামের মুরুব্বিয়ান ও যুব সমাজের নেতৃবৃন্দ। এতে গুরুত্বপূর্ণ বয়ান রাখেন, বাউসা হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল লতিফ (বশির), বাউসা জামে মসজিদের খতিব মাওঃ শাহনূর আহমেদ আজাদী, মোনাজাত পরিচালনা করেন, কারী মোঃ আব্দুল হান্নান। উল্লেখ্য, ২০১৪ সালে ১৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় বাউসা গ্রামের নিজ বাসভবনে মরহুম আছাব আলী শেষ নিঃশ্বাস ত ত্যাগ করেন। সাংবাদিক আলী হাছান লিটন তার পিতার রুহের মাগফেরাত কামনা করে দেশ ও বিদেশে অবস্থানরত সকলের নিকট দোয়া কামনা করেছেন।