নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ৭ম শ্রেণীর এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেছে মাওঃ ক্বারী শিহাব আহমদ নামক এক মসজিদের ইমাম। এ ব্যাপারে ধর্ষিতার মা রায়না বেগম বাদী হয়ে নবীগঞ্জ থানায় ওই ইমামসহ সহযোগী ৪ জনের বিরুদ্ধে মামলা দিয়েছেন। ঘটনাটি ঘটেছে ঈদের পরদিন বৃহস্পতিবার গভীর রাতে।
জানা যায়, হবিগঞ্জ সদর থানার রাজনগর এলাকার রহমত আলীর ছেলে মাওঃ ক্বারী শিহাব আহমদ (২৪) দীর্ঘদিন ধরে উপজেলার কুর্শি ইউনিয়নের দূর্লভপুর গ্রামের জামে মসজিদে ইমামতি করে আসছেন। সেই সুবাধে একই উপজেলার দেবপাড়া ইউনিয়নের পার্শ্ববতী লতিবপুর (হুসেনপুর) গ্রামের ৭ম শ্রেণীর ছাত্রীকে স্থানীয় লোকজন নিয়ে বিয়ের প্রস্তাব দেন। মেয়ের বয়স না হওয়ায় পরিবার ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। গত ১৮ অক্টোবর গভীর রাতে মেয়েটি প্রাকৃতির ডাকে সারা দিতে ঘর থেকে বের হলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মাওঃ শিহাব আহমদ স্থানীয় ২/৩ যুবকদের সহযোগীতায় মেয়েটিকে জোরপূর্বক নিয়ে ধর্ষণ করেছে। পরিবারের লোকজন খোজাঁ খুজি করে স্থানীয় লোকদের সহায়তায় মেয়ে উদ্ধার ও ইমামকে আটক করেন। পরে স্থনীয় লোকজন বিষয়টি মিমাংসার আশ্বাস দিয়ে ইমামকে ছাড়িয়ে নিয়ে কৌশলে বিদায় করে দেয়। নিরুপায় হয়ে ধর্ষিতার মা রায়না বেগম গতকাল শনিবার নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।