স্টাফ রিপোর্টার ॥ পুরাতন খোয়াই নদী পরিচ্ছন্ন করতে ৬নং ওয়ার্ডের জনগনের সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। শুক্রবার সন্ধ্যায় নিউ মুসলিম কোয়ার্টার এডভোকেট রহমতে এলাহির সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। মেয়র বলেন,‘পুরাতন খোয়াই নদী কচুরীপানা ও ময়লা-আবর্জনায় পরিপূর্ন হয়ে আছে। যে কারণে মুসলিম কোয়ার্টার হতে উত্তারাংশ লীজও দেয়া হয় না।’ তিনি বলেন ‘শহরের জলাবদ্ধতার অন্যতম কারন এই পুরাতন খোয়াই নদীর দুরাবস্থা। হবিগঞ্জ পৌরসভা ইতিমধ্যে বড় ড্রেন সমূহ পরিস্কারের জন্য বেশী পারিশ্রমিক দিয়ে শ্রমিক নিয়োগ করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদিকে পরিস্কার করা হচ্ছে আরেকদিকে ময়লা আবর্জনা ফেলে ড্রেন বন্ধ করে ফেলা হচ্ছে। এটা খুবই দুঃখজনক। এমনিতেই পৌরসভার লোকবলের সংকট রয়েছে।’ তিনি বলেন,‘৬নং ওয়ার্ড বড় আয়াতনের ওয়ার্ডে। এখানে নতুন বিল্ডিং বেশী হচ্ছে। বিল্ডিংগুলো নির্মাণে বেশীর ভাগ সময়ই নিয়মাবলী মানা হচ্ছে না। ফলে জলাবদ্ধতা আরো বেশী হচ্ছে।’ মেয়র বলেন ‘পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে লোকবলের ব্যবস্থা করে পুরাতন খোয়াই নদী পরিস্কারের ব্যবস্থা হবে।’ বক্তব্য রাখেন, এস এ শওকত, ডাঃ আহমেদুর রহমান আব্দাল, ইঞ্জিয়ার আব্দুল হাই কামাল, সৈয়দ মুশফিক আহমেদ, মোহাম্মদ সাদাত হোসেন, কাউন্সিলর টিপু আহমেদ, মোঃ জিল্লুর রহমান, হাসবি সাঈদ চৌধুরী, শাহআলম চৌধুরী মিন্টু, এডভোকেট কামরুজ্জামান এমরান, মামুনুর রশীদ খান, ফুজায়েল আহমেদ, আরিফ এ রাব্বানী টিটু, সৈয়দ আবু সালেহ মান্না, মোঃ আলম মিয়া, এনাম আহমেদ, মোঃ মনোহর মিয়া, মোঃ মানিক মিয়া, মোঃ মালেক মিয়া, মোঃ মনসুর আলী কুটি, কামাল আহমেদ, ফেরদৌস মিয়া, খায়রু মিয়া, ফরহাদ মিয়া প্রমুখ।