প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ নবীগঞ্জ উপজেলা শাখার কমিটি অনুমোদন হয়েছে। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিমকে আহবায়ক, গোল আহমদ কাজলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাব্বি আহমদ চৌধুরী মাক্কু, আলহাজ্ব খয়রুল বশর চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লোকমান আহমদ খাঁন, জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব গোলাম রসুল চৌধুরী রাহেলকে যুগ্ম আহবায়ক মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। সিলেট বিভাগের দায়িত্বে নিয়োজিত কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক ও হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম ওই কমিটি অনুমোদন করেন। নবীণ, প্রবীন ও ত্যাগী নেতাদের সমন্বয়ে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি গঠনের সংবাদে তৃণমূল যুবলীগে প্রাণের সঞ্চালন হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে বিশে^র মডেল হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের হাতকে শক্তিশালী করার নিমিত্তে বিএনপি-জামায়াত জোটের ষড়যন্ত্র মোকাবেলায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এছাড়াও কমিটি অনুমোদন দেয়া হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমসহ জেলা নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।