স্টাফ রিপোর্টার ॥ চেক ডিজঅনার মামলার দীর্ঘদিনের পলাতক আসামি শাহিন মিয়া মোল্লা (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৯টায় সদর থানার এএসআই শিবলু মজুমদারের নেতৃত্বে পুলিশ আটঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, সে কখনো রাইটার, কখনো শিক্ষানবীশ আইনজীবীসহ বিভিন্ন পরিচয় দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। তার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সে ওই গ্রামের কাজীর কার্য সহকারি হাজী আব্দুস সহিদের পুত্র।