স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের সহযোগিতায় জেলার অসহায়, দরিদ্র, বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী ও শীতার্ত জনগনের মাঝে ২য় ধাপে কম্বল বিতরণ করা হয়েছে। গত ০৬ ফেব্রুয়ারী বিকাল ৪ টায় হবিগঞ্জ রেড ক্রিসেন্ট কার্যালয়ে এই কম্বল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট এর যুব-প্রধান আশীষ কুমার কুরি সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র ও হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আতাউর রহমান সেলিম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ মিজানুর রহমান শামীম। কার্যনির্বাহী সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন শফিকুজ্জামান হিরাজ, সাবেক যুব প্রধান পংকজ কান্তি দাশ পল্লব, যুব সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক ভারপ্রাপ্ত যুব প্রধান মোঃ সারোয়ার হোসেন। এসময় রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্যবৃন্দ, যুব স্বেচ্ছাসেবকবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ও পৌর মেয়র আতাউর রহমান সেলিম বলেন, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট প্রতিবছরই জেলার শীতার্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে আসছে। এ বছরও তার ব্যতিক্রম হয় নি।
তিনি হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের পাশাপাশি শীতার্ত অসহায় দুস্থ জনগণকে সহায়তা দিতে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, ব্যাংক-বীমাসহ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সরাসরি নিজেরা অথবা হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সহায়তায় কম্বল বিতরণের মধ্য দিয়ে মানবিক সহায়তার হাত প্রসারিত করার উদাত্ত আহ্বান জানান।