নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজারে গত শুক্রবার বিকেলে রাস্তা পারাপারের সময় মাইক্রোর নিচে চাপা পড়ে আহত আনোয়ারা খাতুন (৫০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রাতে মাারা যান। তিনি ইনাতগঞ্জ ইউনিয়নের করিমপুর গ্রামের জিলদার খাঁর স্ত্রী। এ সময় মহাসড়কে প্রায় আধঘন্টা যানচলাচল ব্যাহত থাকে।