স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ের ভাটি এলাকার লোকজন ট্রলার (ইঞ্জিনচালিত নৌকা) চালকদের কাছে জিম্মি হয়ে পড়েছে। কোন রকম নিয়মনীতির তোয়াক্কা না করেই ট্রলার চালকরা যাত্রীবহন করে চলেছে। অন্য কোন উপায় না থাকায় যাত্রীরা বাধ্য হয়ে জীবনের ঝুকি নিয়েই ট্রলারে যাতায়াত করতে হচ্ছে। ভূক্তভোগি যাত্রীরা জানান, ভরপুর্ণি থেকে বুল্লা বাজারে প্রতিদিন শতশত যাত্রী ট্রলারযোগে যাতায়াত করে থাকে। ভরপুর্ণি থেকে পানিপথে বুল্লা বাজরের দুরত্ব ৪কিলোমিটার। ওই পরিমাণ দুরত্বের জন্য যাতায়াত ভাড়া ১০ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছিল। কিন্তু বর্তমানে চালকরা জনপ্রতি ১৫ টাকা করে আদায় করছেন। এছাড়া ধারণক্ষমতার চেয়েও অনেক বেশী যাত্রী বহন করা হয়ে থাকে ট্রলারগুলোতে। এমনভাবে যাত্রী গাদাগাদি করে উঠানো হয় যেখানে বসার মত কোন অবস্থা থাকেনা। এতে করে যেকোন সময় দুর্ঘটনার আশংকা রয়েছে। অপরদিকে সকাল ৮টায় ভরপুর্ণি থেকে এবং ৯টায় বুল্লাবাজার থেকে ট্রলার ছাড়ার কথা থাকলেও চালকরা নির্দিষ্ট সময়ে ট্রলার না ছেড়ে তাদের ইচ্ছামফিক যাতায়াত করছে। এতে করে কর্মজীবি লোকজন যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হতে পারছেননা। এ ব্যাপারে স্থানীয় উপজেলা চেয়ারম্যান ও লাখাই উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করছেন ভূক্তভোগি এলাকাবাসী।