মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ সিলেট থেকে নিজের ১৫ মাসের শিশু বাচ্চাকে হবিগঞ্জের বানিয়াচংয়ের একটি ডোবায় গভীর রাতে ছুরে ফেলে হত্যাকারী পাষণ্ড পিতা ইমরান আহমেদকে সুনামগঞ্জের দোয়ারা বাজার থেকে গ্রেফতার করে থানা পুলিশ। পরে হবিগঞ্জ জেলায় সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলনে মাধ্যমে আসামীকে হাজির করা হলে সবকিছু বর্ণনা করে পাষণ্ড ইমরান। গতকাল ৫ ফেব্রুয়ারি (সোমবার) আদালতে প্রেরন করা হলে আদালতে ১৬৪ ধারায় নিজ দোষ স্বীকার করে জবানবন্দী প্রদান করে ঘাতক ইমরান। পরে তাকে কারাগারে প্রেরন করা হয়েছে। অন্যদিকে অপর আসামী বাদলকে গ্রেফতারেও কাজ করে যাচ্ছে পুলিশ। গত ১ ফেব্রুয়ারি বানিয়াচং থানায় এ্যনি আক্তার এর পিতা-ইমরান আহমদ, নয়াখেল (লালাখাল), জৈন্তাপুর, -সিলেট এর বাসিন্দাকে আসামি করে একটি হত্যা মামলা রুজু হয়। উক্ত হত্যা মামলা দায়েরের পর পুলিশ সুপার আক্তার হোসেন এর নির্দেশে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে এর তত্ত্বাবধানে দ্রুত মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারে মাঠে নামে বানিয়াচং থানা পুলিশ। এরই সূত্র ধরে বানিয়াচং থানা পুলিশ মামলা রুজু হওয়ার তিনদিন পর মামলার প্রধান আসামি ইমরান আহমদ (৩০) কে দোয়ারাবাজার থানাধীন বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার অন্তর্গত প্রতাপপুর দোহালিয়া বাজার থেকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি বানিয়াচং থানাধীন ৬নং কাগাপাশা ইউনিয়নের অন্তর্গত কাগাপাশা সাকিনস্থ বানিয়াচং টু নবীগঞ্জ যাবার আঞ্চলিক পাকা রাস্তার বড়ভাঙ্গা নামক ব্রীজের (দক্ষিণ পাশে) নিচে শুটকী নদীর (শাখায়) পানিতে একটি অজ্ঞাতনামা শিশুর লাশ পাওয়া যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে আইনগত কার্যক্রম সম্পাদন করে। পরে সামাজিক মাধ্যমে ভিকটিমের আত্মীয়স্বজন জানতে পারে এবং পরে তারা ভিকটিমের পরিচয় নিশ্চিত করে এবং গত ১ ফেব্রুয়ারি বানিয়াচং থানায় ভিকটিম এ্যানি আক্তার (১৫ মাস), পিতা- ইমরান আহমদ, সাং-নয়াখেল (লালাখাল), থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট, স্থায়ী ঠিকানা- সাং-পূর্ব গর্দ্দনা, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট বর্তমান সাং-পরগনা (জনৈক মুজিব মিয়ার বিল্ডিং), থানা-শাহপরান, জেলা-সিলেট হত্যা সংক্রান্ত একটি হত্যা মামলা রুজু করা হয়।