স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে নদীর তীরে ফুটফুটে নবজাতক কন্যা সন্তানকে উদ্ধার করা হয়েছে। গতকাল ভোরে ওই শিশুকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামের বছিরা নদীর পাড়ে আলপিনা নামের এক মহিলা শিশুটিকে দেখতে পান। পরে এলাকাবাসীর সহায়তায় শিশুটিকে উদ্ধার করে আলপিনার কাছেই রাখা হয়। তিনি ওই গ্রামের দয়াল মিয়ার মেয়ে। এলাকাবাসীর ধারনা, বছিরা নদীর ধারে কেউ হয়তো এই বাচ্চাটাকে ফেলে রেখে চলে যায়। এলাকাবাসী জানান, মেয়ে বাচ্চাটাকে দেখে মনে হয়, একজন অভিজ্ঞ গর্ভধারিনীর কাজ হতে পারে। বাচ্চাটার নাভীতে হাসপাতালের কিপ ব্যাবহার করা হয়েছে।
ধারনা করা হচ্ছে, হয়তো কোন না কোন হাসপাতালে ডেলিভারি হয়েছে বাচ্চাটার। কাকাইলছেও ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার রফিক মিয়া জানান বাচ্চাটা দয়াল মিয়ার মেয়ে আলপিনার কাছে রাখা আছে। বিষয়টা আমরা চেয়ারম্যান ও আইনের লোককে অবগত করেছি।