নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় ডাকাতি মামলার আসামী আব্দুল ওয়াহিদ রুবেল (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার গ্রেফতারকৃত ডাকাত রুবেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আব্দুল ওয়াহিদ রুবেল (২৮) বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকার শহীদ মিয়ার ছেলে। পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলীর নেতৃত্বে ও এসআই সোহাগ ফকির, এএসআই আতাউল গণি. এএসআই ওয়াশিমসহকারে একদল পুলিশ ডুবাঐ এলাকায় অভিযান চালায়। এসময় নবীগঞ্জ থানার ডাকাতি মামলার সন্ধি” আসামী আব্দুল ওয়াহিদ রুবেল (২৮) কে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন- দুধর্ষ ডাকাত রুবেলের বিরুদ্ধে ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি আটকে ডাকাতিসহ শায়েস্তাগঞ্জ ও বানিয়াচং থানায় তার নামে ডাকাতির মামলা রয়েছে। দেড়বছর কারাভোগের পর জামিনে বের হয়ে পুনরায় ডাকাতির সাথে জড়িয়ে পড়ে রুবেল। গোপন সংবাদের ভিত্তিতে রুবেলকে আমরা গ্রেফতার করেছি, পরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।