স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে পাভেল মিয়া (৩২) নিহতের ঘটনায় জগদীশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদ খানসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে নিহতের দাফন সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি মাসুদ খানসহ আরও অনেকে। তবে তদন্তের স্বার্থে পুলিশ এদের নাম প্রকাশ করছে না। গ্রেপ্তার তিনজন হলেন- উপজেলার বেজুড়া গ্রামের প্রয়াত হাজী জাহেদ খানের ছেলে ইউপি চেয়ারম্যান মাসুদ খান, একই গ্রামের খুরশেদ মিয়ার ছেলে মারুফ মিয়া ও মধ্য বেজুড়ার সেলিম মিয়ার ছেলে ফয়সল। গতকাল গ্রেপ্তারকৃতদের দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সহকারি পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, জগদীশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদ খান ও মেম্বার বেনু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও জমিজমা নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে গত শনিবার সকালে দু’দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৩০ জনের বেশি আহত হন। আহত পাবেল মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাত ৮টার দিকে মারা যান। এ ঘটনায় নিহত পাভেল মিয়ার চাচাতো ভাই হামিদ মিয়া বাদী হয়ে ৬৩ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম খান জানান, ওসি জানান, মামলার এজাহারভুক্ত আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। ফের সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।