স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী নাতিরাবাদ বসুন্ধরা সংসদ আয়োজিত ১৭ তম বিজয় দিবস মোটরসাইকেল কাপ ক্রিকেট টুর্নামেন্টের ২য় দিনের খেলায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল।
নাতিরাবাদ ওয়ারিয়র্স বনাম গোল্ডেন বয়েজ পৈল এর মধ্যকার খেলায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল। নাতিরাবাদ বসুন্ধরা সংসদের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, নাতিরাবাদ পঞ্জায়েত কমিটির বিশিষ্ট মুরুব্বি আমিনুল ইসলাম রফিক, নাতিরাবাদ বসুন্ধরা সংসদের মহিউদ্দিন শিপন, আলীম আলী, বেনজির আলম, নাজমুল ইসলাম প্রমুখ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন গোল্ডেন বয়েজ এর বাবলু। ফলাফলঃ- নাতিরাবাদ ওয়ারিয়র্স ২২৩/৯, ১৬ ওভার। গোল্ডেন বয়েজ – ২০১/১০, ১৫ ওভার, এক ম্যাচে ২টি সেঞ্চুরি করেন পলাশ (নাতিরাবাদ ওয়ারিয়র্স), বাবলু (গোল্ডেন বয়েজ)।