চুনারুঘাট প্রতিনিধি ॥ দেশে নানাভাবে উদ্যোক্তা হয়ে ওঠা আলোচিত ব্যক্তিদের নিয়ে ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আজ শনিবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ডিসিপি স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণদের উদ্দেশে বক্তব্য দেবেন। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকার কথা রয়েছে ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের’ প্রতিষ্ঠাতা ইকবাল বাহার, গায়ক তাসরিফ খান, ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির, তৌহিদ আফ্রিদি, জনপ্রিয় ভিডিও ব্লগার সোলায়মান সুখন এবং সাংবাদিক ফারাবি হাফিজের। দিনব্যাপী আয়োজনে উদ্বুদ্ধকরণ বক্তব্যের পাশাপাশি থাকবে সঙ্গীতানুষ্ঠানও।
ব্যারিস্টার সুমন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার আয়োজনে এটিই প্রথম অনুষ্ঠান। এতে সংসদ সদস্যের নির্বাচনী এলাকাসহ বিভিন্ন এলাকার লোকদের সমাগম ঘটবে। এজন্য সবধরনের প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছেন।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা র্নিবাহী কর্মকর্তা নীলিমা রায়হানা বলেন, তারুণ্যের সমাবেশে’ তরুণদের সমাগম ঘটবে। এ অনুষ্ঠানকে ঘিরে উপজেলায় এখন উৎসবের আমেজ। পুলিশ প্রশাসন সর্বাত্বক নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করেছে।
সংসদ সদস্য হয়ে শপথ নেওয়ার পরই তিনি চুনারুঘাটের মরা খোয়াই নদী পরিস্কারের মাধ্যমে কাজ শুরু করেন। বিডি কিনের ৬শ’র বেশি সদস্য এ নদীর ৪০ বছরের ময়লা আবর্জনা পরিস্কারের কাজ করে। এটিকে তিনি পর্যটনে রুপান্তার করতে চান। এবার তিনি চুনারুঘাটে তরুন উদ্যোক্ত তৈরীতে কাজ করতে চান। এজন্য উপজেলা টেকনিক্যাল প্রতিষ্ঠান গড়াসহ বিভিন্ন উদ্যোগের কথা জানাবেন অনুষ্ঠানে।