স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাব মিলয়ানায়তনে সকাল ১০ টায় বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে “আস্থা” প্রকল্পের আওতায় জাতীয় যুবনীতি-২০১৭ বাস্তবায়নকল্পে হবিগঞ্জ জেলায় নাগরিক প্লাটফর্ম গঠন সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশিষ্ট শিক্ষাবিদ ইকরামুল ওয়াদদের সভাপতিত্বে সভায় বক্তব্য প্রদান করেন- বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জাহান আরা খাতুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাদল রায়, সাংবাদিক ফজলুর রহমান, সাংবাদিক হারুনুর রসিদ চৌধুরি, প্রেসক্লাব সাধারণ সম্পাদক, আবু হাসিব খান চৌধুরী পাবেল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বন্ধু মঙ্গল রায়, বিশিষ্ঠ সমাজ সেবক তোফাজ্জেল সোহেল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবুল মল্লিক, এ্যড. সায়লা খান, উন্নয়ন কর্মী, চাদঁ সুলতানা, নাট্য ব্যক্তিত্ব জালাল উদ্দিন রুমি প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন হাসান তারেক সিলেট ক্লাস্টারকো-অর্ডিনেটর, রূপান্তর, সভা সঞ্চালনা এবং প্রকল্প সর্ম্পকে উপস্থাপনা করেন কাজী মফিজুর রহমান অফিসার জেলা সমন্বয়কারী হবিগঞ্জ।
এই প্রকল্প যুবদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ, সামাজিক মূল্যবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সন্ত্রাস মুক্ত একটি সহনশীল অহিংস সমাজ গঠন ও সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রমে অংশগ্রহনের মাধ্যমে নেতৃত্ব বিকাশে দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে। যুবদের সঠিক পথে পরিচালনা, আন্তঃপ্রজন্ম সম্পর্ক উন্নয়ন ও পরামর্শক হিসাবে সমাজের সিনিয়র শিক্ষাবিদ, সাংবাদিক, সমাজ সেবক, সাংস্কৃতিক ও উন্নয়ন কর্মীদের নিয়ে হবিগঞ্জ জেলা পর্যায়ে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদকে আহবায়ক ও বন্ধু মঙ্গল রায়কে সদস্য সচিব করে ৩০ সদস্য বিশিষ্ট নাগরিক প্লাটফর্ম গঠন করা হয়।