প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার সিকন্দরপুর হামিদা খাতুন মহিলা মাদ্রাসা উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২ ঘটিকার মুফতি আব্দুল কাইয়ুম মাদ্রাসার উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম আল্হাজ্ব হাফেজ শেখ হিফজুর রহমান। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উমেদনগর মাদ্রাসার প্রধান মুফ্তি আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব। প্রধান অতিথির বক্তেব্যে তিনি বলেন যে জাতির মেয়েরা কোরানের শিক্ষায় শিক্ষিতত সে জাতি পৃথিবীর শ্রেষ্ট জাতি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আইয়ুববিন্ ছিদ্দিক, মুফ্তি বশীর আহমেদ, মাও: আশিকুর রহমান, মাও: বাহুরুল আলম, মাও: ফজলুল করিম প্রমুখ। প্রধান অতিথি আরও বলেন প্রত্যেক দীনদার অবিভাবকের উচিত তাদের মেয়েদেরকে কোরানের শিক্ষায় শিক্ষিত করে জাতিকে আদর্শ মা উপহার দেওয়া এবং আমাদের সকলের দায়িত্ব অত্র মাদ্রাসায় নিজ নিজ মেয়েদেরকে ভর্তি করিয়ে কোরানের শিক্ষায় শিক্ষিত করে তুলা উচিৎ। আলোচনার পরে মুসলিম উম্মার মঙ্গল কামনা করে দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্টানের সমাপ্তি করা হয়।