স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বড়বাড়ি গ্রামে মোহাম্মদ আলী (৩০) নামের এক ব্যক্তি ইদুরের ওষুধ সেবন করে মারা গেছে। সে ওই গ্রামের আবু সাইয়েদের পুত্র। তবে স্বজনদের অভিযোগ সদর হাসপাতালে আনার পর ওয়াশ না করায় সে মারা যায়। গতকাল বুধবার বিকালে পারিবারিক কলহের জের ধরে সে বুলেট সেবন করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা গল্প গুজবে ব্যস্ত থাকেন। বারবার বলার পরও ওয়াশ করা হয়নি। ফলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এদিকে ডাক্তার জানান, সন্ধ্যায় মোহাম্মদ আলীকে হাসপাতালে নিয়ে আসা হয়। রাস্তাতেই তার মৃত্যু হয়। সদর পুলিশ লাশ মর্গে প্রেরণ করে।