স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার দোকানটোলা গ্রামে ঘরের তীর সাথে গলায় ফাস দিয়ে পায়েল মিয়া (২৭) নামে এক যুবক আহত্মহত্যা করেছে।
জানা যায়, ওই গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে পায়েল মিয়া (২৭) গতকাল সকাল ১১টার দিকে পরিবারের সকলের অগোচরে ঘরের দরজা বন্ধ করে তীরের সাথে ফাস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
তবে নিহত পায়েল মিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার আত্মহত্যার কারণও জানা যায়নি।