চুনারুঘাট প্রতিনিধি ॥ আগামীকালের হবিগঞ্জ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সফল করতে চুনারুঘাট উপজেলা যুবলীগের পরামর্শ সভায় পৌর যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদককে দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে সভাস্থলে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়। দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্করের চুনারুঘাট বাজারস্থ অফিসে উপজেলা যুবলীগের উদ্যোগে এক পরামর্শ সভা অনুষ্টিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কে এম আনোয়ার হোসেন, যুবলীগ নেতা নজরুল ইসলাম, গিয়াস উদ্দিন, মুজিবুর রহমান স্বপন, বশির আহম্মেদ, খালেদ তরফদার, মর্তুজ সর্দার, আতাউর রহমান মিলন প্রমূখ। সভার শুরুতে পৌর যুবলীগের সভাপতি নাজিম রেজা ও সাধারন সম্পাদক কামাল উদ্দিন মিলনকে সভায় দাওয়াত না দেয়ার কারণ জানতে চাইলে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়। এ ব্যাপারে পৌর যুবলীগের সভাপতি নাজিম রেজা ও সাধারন সম্পাদক কামাল উদ্দিন মিলনসহ একটি প্রতিনিধি দল হবিগঞ্জ-৪ আসনের এমপি এডঃ মাহবুব আলী ও চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের সাথে স্বাক্ষাৎ করে এ বিষয়ে হস্তক্ষেপ কামনা করেন।