স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট রঞ্জিত চন্দ্র দাসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। ভ্রাম্যমান আদালত শায়েস্তানগর তেমুনিয়া, মুক্তিযোদ্ধা চত্তর ও ২৫০ শয্যা হাসপাতালের সামনে কয়েকটি অবৈধ দোকানের মালিককে জরিমানা করেন। এ সময় আশপাশের ভ্রাম্যমান দোকানপাট গুলোকে সড়িয়ে নিতে দেখা যায়। বেশ কিছু অবৈধ দোকানদারকে মৌখিকভাবে সতর্ক করা হয়।