স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পরিচিত মুখ সাংবাদিক অপু আহমেদ রওশন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। গত ২৭ জানুয়ারি হঠাৎ অসুস্থ হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষা করে তার টাইফয়েড জ¦র ও লিভার সিরোসিস ধরা পড়ে। তবে এ চিকিৎসা হবিগঞ্জে সম্ভব নয় বিধায় গতকাল মঙ্গলবার বিকালে তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গতকাল বিকালেই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেলের সহযোগিতায় তাকে ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়।