স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের জালালাবাদ সড়কের শিক্ষিকার বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। তবে এখন চোরের দল কৌশল পরিবর্তন করেছে। রাতের পরিবর্তে দিনের বেলা চুরি সংঘটিত করছে। একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা চুরি হচ্ছে। কিন্তু এখনও কোনো চোর ধরা কিংবা মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে চোরের উপদ্রব বেড়েই চলেছে। তাদের হাত থেকে আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক কেউই রেহাই পাচ্ছে না। গতকাল সোমবার সকালে স্কুল শিক্ষিকা ও আহম্মদ আলী ও তার স্ত্রী স্কুল-শিক্ষিকা দুইজন বাসায় তালা মেরে তাদের কর্মস্থলে যান। দুপুরে এসে দেখেন তাদের দুইটি তালা ভাঙ্গা। চোরের দল ভেতরে প্রবেশ করে আলমিরা ভেঙ্গে ৩ ভরি স্বর্ণ ও নগদ টাকা নিয়ে যায়। খবর পেয়ে ব্যাকস সভাপতি সামছুল হুদা ও সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ব্যাকস সভাপতি জানান, এর আগে শহরের বিভিন্ন বাসা, শ্মশান ঘাটের গুরুজি ডটকম, এসএ পরিবহণসহ বেশ কটি দোকানে চোরের দল হানা দিয়ে মালামাল নিয়ে যায়। কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার তো দুরের কথা মালামাল উদ্ধার করতে পারেনি। এমনটা চলতে থাকলে কঠিন কর্মসুচি দেয়া হবে বলে জানান তিনি। তবে পুলিশ জানিয়েছে, কয়েকজন চোরকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি, চোরদের ধরাসহ মালামাল উদ্ধারের জন্য।