শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

সংবর্ধনা সভায় এমপি আবু জাহির ॥ হবিগঞ্জ প্রেসক্লাব একটি সম্মানের প্রতিষ্ঠান

  • আপডেট টাইম সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জের মানুষ যে আশা-আকাঙ্খা নিয়ে আমাকে পুণরায় নির্বাচিত করেছেন। সততা-নিষ্ঠা-আন্তরিকতার সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, হবিগঞ্জ প্রেসক্লাব আমাকে সংবর্ধনা দিয়ে আমাকে সম্মানিত করেছে। সংবর্ধনার মাধ্যমে আমি আমার কাঁধে আরো কিছু দায়িত্ব নিয়ে গেলাম। আমি আপনাদের পরিবারের সদস্য। আমাকে আজীবন সদস্য হিসেবে রেখেছেন। তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে আপনারা যারা কর্মরত, আপনাদেরও সামাজিক সম্মান অনেক বেশি।
হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য, হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসন থেকে ৪র্থবার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় হবিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে দেয়া সংবর্ধনা সভায় আলহাজ্ব এডভোকেট মো. আবু জাহির এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গতকাল দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী। হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল ও সহ সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর যৌথ সঞ্চালনায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির চতুর্থবারের মত সংসদ সদস্য নির্বাচিত করায় সাংবাদিকদের মাধ্যমে হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জের সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। হবিগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে তিনি আরো বলেন- এক সময় সরকারি দল বিরোধী দল সকলেই মাইকে বক্তব্য দিলে হবিগঞ্জকে অবহেলিত বলে উল্লেখ করতেন। আজকে কিন্তু সরকারি দল বা বিরোধী দল, কেউই এই কথা বলতে পারবে না। বলার সুযোগ নাই। এখন হবিগঞ্জকে অন্যান্য জেলা হিংসা করে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন ক্লাব সদস্য জাকারিয়া চৌধুরী, গীতা পাঠ করেন সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, মোহাম্মদ নাহিজ, মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য রিংকু, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, রাশেদ আহমেদ খান, প্রদীপ দাস সাগর, ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জি প্রমুখ।
প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, হবিগঞ্জ প্রেসক্লাবের পক্ষে সদস্য আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, জাকারিয়া চৌধুরী, মোঃ ছানু মিয়া, মোঃ কাউছার আহমেদ, সাইফুর রহমান তারেক, হবিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষে সহ-সভাপতি জুয়েল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম সজলুসহ ইউনিটির সদস্যবৃন্দ, হবিগঞ্জ সংবাদপত্র হকার্স সতিমির সভাপতি কামাল উদ্দিন সহ সকল নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত ব্যক্তি এডভোকেট মোঃ আবু জাহির এমপি এর সম্মাননা ক্রেষ্ট তুলে দেন ক্লাব সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com