স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার আতুকুড়া, সুবিদপুর, করিমনগর ও ইউসুফপুর গ্রামের পঞ্চায়েত কমিটির সভায় আসন্ন বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে সাংবাদিক এস এম সুরুজ আলীকে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে সুবিদপুর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে ৩ গ্রাম পঞ্চায়েত কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ ঘোষণা করা হয় এবং সভায় ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী এস এম সুরুজ আলীকে নির্বাচিত করার জন্য বানিয়াচং উপজেলাবাসীর প্রতি আহ্বান জানানো হয়। ৩ গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী আলী আকবর খানের সভাপতিত্বে এবং ইউপি সদস্য সুমন মিয়া আখঞ্জীর পরিচালায় সভায় ৩ টি গ্রামের বিশিষ্ট মুরুব্বীয়ান ও যুবকগণ উপস্থিত ছিলেন।