শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট থানায় ব্যারিস্টার সুমনকে জিজ্ঞাসাবাদ ॥ নিরাপত্তা জোরদার দেউন্দি সড়কে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক অনেক শিক্ষার্থীর অর্জিত জ্ঞান ও দক্ষতা কর্মজীবনের সাথে সামঞ্জস্যপূর্ন নয়- ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জহিরুল হক নবীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী সাদিকের জানাযায় মানুষের ঢল ॥ দাফন সম্পন্ন পইল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু আজমিরীগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা নবীগঞ্জে নারী ও শিশু মামলা পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার চুনারুঘাটে ভাতিজাদের হাতে চাচা খুনের অভিযোগ হবিগঞ্জে ব্যারিস্টার সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর ॥ বিক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ পুটিজুরীর বাঁশপাতা রেস্টুরেন্ট এলাকায় জনতার হাতে যুবতী আটক ॥ মুহিম এর পলায়ন

শায়েস্তাগঞ্জে গণজাগরনের নাটক ও সাংস্কৃতিক উৎসবে টানা চতুর্থবার এমপি নির্বাচিত হওয়ায় মোঃ আবু জাহিরকে সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি’ এই শ্লোগানে শায়েস্তাগঞ্জ উপজেলার দেশ নাট্যগোষ্ঠী আয়োজিত দিন ব্যাপী গণজাগরণের নাটক ও সাংস্কৃতিক উৎসব জাঁকজমকপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৬ জানুয়ারী) রাত সাড়ে ১১টায় পৌর শহিদ মিনারে দিন ব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠানমালা শেষ হয়েছে। এছাড়াও হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ সংসদীয় আসন থেকে টানা চার বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মোঃ আবু জাহির কে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এর আগে সকাল সাড়ে ১০টায় দিন ব্যাপী উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সহ-সভাপতি অনিরুদ্ধ ধর শান্তনু। শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
সন্ধ্যায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হবিগঞ্জ-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। তিনি বলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা ভবন নির্মাণের সাথে সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য একটি অডিটরিয়াম নির্মাণ করা হবে। এছাড়া দেশ নাট্যগোষ্ঠী সাংস্কৃতিক কর্মকান্ড আরো বেগবান করার জন্য অনুদান ঘোষণা করেন সংসদ সদস্য।
সংগঠনের আহ্বায়ক এডভোকেট মীর গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সদস্য সচিব কিতাব আলী শাহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মুক্তা আক্তার, এডভোকেট হুমায়ূন কবীর সৈকত, সহকারি অধ্যাপক তরিকুল ইসলাম হারুন, সহকারি অধ্যাপক নাসরিন হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সেক্রেটারী তোফাজ্জাল সোহেল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের দপ্তর সম্পাদক খুরশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক (সিলেট) জালাল উদ্দিন রুমি, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, দেশ নাট্যগোষ্ঠীর যুগ্ম আহ্বায়ক হারুন সাঁই প্রমুখ।
কামরুল হাসান ও মিজানুর রহমান সুমনের উপস্থাপনায় মঞ্চে নাটক প্রদর্শন করে জীবন সংকেত নাট্যগোষ্ঠী, খোয়াই থিয়েটার, শায়েস্তাগঞ্জ থিয়েটার, নবীন থিয়েটার। নাটক প্রদর্শনের জন্য দেশ নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করে দেশ কালচারাল একাডেমি। থামাইলে অংশগ্রহণ করে দেশ নাট্য গোষ্ঠীর গণসঙ্গীত গ্রুপ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com