প্রেস বিজ্ঞপ্তি ॥ গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালু করা, দূর্নীতি, লুটপাটের বিচার করা সহ বিভিন্ন দাবিতে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ জানুয়ারি বাম গণতান্ত্রিক জোট হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে স্থানীয় মোতালিব চত্বর ও আনোয়ারপুর বাইপাস পয়েন্টে এই বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। জেলা সিপিবি সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তীর সভাপতিত্বে ও বাসদ মার্কসবাদী সংগঠক শফিকুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বাসদ নেতা নূরুল হুদা চৌধুরী শিবলী, জেলা সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, সিপিবি নেতা রনজন কুমার রায়, ছাত্রফ্রন্ট নেতা রাজিব সূত্রধর, চয়ন দাশ প্রমুখ। জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিপিবি জেলা কমিটির সভাপতি কমরেড হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আজমান আহমেদ, কাজল চক্রবর্তী, রনজিত সরকার, বাসদ নেতা ফয়সল আহমেদ, অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হাসেম, মোঃ আলমগীর মিয়া, মোঃ সুমন মিয়া, মোঃ দিলু মিয়া প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচন বাতিল করে সংখ্যানুপাতিক পদ্ধতি সহ নির্দলীয়, তদারকি সরকারের অধীনে নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। পাচারের টাকা ফেরত আনতে হবে। দুর্নীতি, লুটপাটকারীদের বিচার করতে হবে। কোন অবস্থায়ই গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানো চলবে না। উল্লেখিত দাবি বাস্তবায়নের জন্য সকল শ্রেণীপেশার নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে লড়াই সংগ্রামে শামিল হওয়ার আহবান জানানো হয়।